এমন দিনেও আক্ষেপ শান্তর
কিউইদের ইনিংসটা আরও হওয়ারই সম্ভাবনা ছিল। আগের দিন এমন ইঙ্গিতই দিয়েছিল দলটি। কিন্তু অসাধারণ বোলিংয়ে দ্বিতীয় দিনের প্রথম সেশনেই তাদের গুটিয়ে দেয় বাংলাদেশ। পরের দুই সেশনে টাইগারদের অসাধারণ ব্যাটিং। নিউজিল্যান্ডে অনেকটা স্বপ্নের মতোই একটি দিন পার করল বাংলাদেশ। কিন্তু এমন দারুণ দিনের পরও আক্ষেপ ঝরে বাংলাদেশ দলের অন্যতম সেরা ব্যাটার নাজমুল হোসেন শান্তর কণ্ঠে।
রোববার মাউন্ট মাঙ্গানুই টেস্টের দ্বিতীয় দিন শেষে ২ উইকেটে ১৭৫ রান তুলেছে বাংলাদেশ। যদিও প্রথম ইনিংসে এখনও নিউজিল্যান্ডের চেয়ে ১৫৩ রানে পিছিয়ে আছে তারা। তবে কার্যত এ টেস্টে এখন পর্যন্ত এগিয়ে আছে বাংলাদেশই। কিন্তু দিন হতে পারতো আরও দারুণ। যদি না নেইল ওয়াগনারের করা অফস্টাম্পের বাইরে রাখা ফুল লেংথের বলটি খেলতে যেতেন। তাহলে হয়তো স্কোরবোর্ড সুন্দর দেখাতো আরও। দুই সেট ব্যাটার পার করে দিতে পারতেন দিনটি। ঠিক এই আক্ষেপটাই করেন শান্ত।
ম্যাচ শেষে এক ভিডিও বার্তায় শান্ত বলেছেন, 'আমার মনে হয় জয় আর সাদমান শুরুতে খুব ভালো একটা পার্টনারশিপ করেছে। এই কারণে আমি নামার পর আমার ব্যাটিং করাটা খুব সহজ হয়েছে। আমি আর জয় লম্বা চিন্তা করেনি। আমরা একটা একটা বল চিন্তা করেছি। একটা ওভার, একটা ঘণ্টা কীভাবে পার করবো। যে রকম বল দেখতে তেমনই খেলবো। কোন জোরাজুরি করার কোন পরিকল্পনা ছিলো না। আলহামদুলিল্লাহ্ জয় খুব ভালো ব্যাটিং করেছে। আমি যদি শেষ করে আসতে পারতাম তাহলে আমাদের দিনটা আরও ভালো হতো।'
তবে কাজের কাজটা করে গেছেন শান্ত। ১০৯ বলে ৭টি চার ও ১টি ছক্কায় খেলেছেন ৬৪ রানের ইনিংস। দিয়েছেন তরুণ মাহমুদুল হাসান জয়কে দারুণ সঙ্গ। তাতে দ্বিতীয় উইকেটে ১০৪ রানের জুটি পায় বাংলাদেশ। মূলত তাতেই লিডের স্বপ্ন দেখছে দলটি।
Comments