ভালো করতে হলে নতুনভাবে চিন্তা করতেই হবে: বিসিবি প্রধান
টি-টোয়েন্টিতে বাংলাদেশের বেহাল অবস্থা থেকে উত্তরণে বদল আনার কোন বিকল্প দেখছেন না নাজমুল হাসান পাপন। বিসিবি সভাপতি দ্য ডেইলি স্টারের সঙ্গে একান্ত আলাপে জানিয়েছেন, বর্তমান টি-টোয়েন্টি দল নিয়ে তাদের কোনই ভরসা নেই, তাই দরকার আমূল পরিবর্তন।
বিসিবির একাধিক ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, মাহমুদউল্লাহ রিয়াদকে সরিয়ে সাকিব আল হাসানকে টি-টোয়েন্টির অধিনায়কত্ব দিতে যাচ্ছে বিসিবি। সেটা আসন্ন জিম্বাবুয়ে সিরিজ নাকি এশিয়া কাপের আগে হবে, তা নিয়ে আছে কিছুটা ধোঁয়াশা।
মঙ্গলবার রাতে আইসিসি সভায় যোগ দিতে লন্ডন যাওয়ার আগে বোর্ড প্রধান জানিয়েছেন, তিনি দেশের বাইরে থাকলেও টিম ম্যানেজমেন্টের বাকিরা এই ব্যাপারে আলাপ এগিয়ে রাখবেন।
ওয়েস্ট ইন্ডিজ থেকে মাহমুদউল্লাহ দেশে ফেরার পর তাকে নিয়ে আলোচনায় বসবেন তিন নির্বাচক, ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনূস, টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন, 'ওরা কথা বলবে। আগে শুনবে তার কথা, তার কি পরিকল্পনা ইত্যাদি। আমার ধারণা জালাল ভাই, নির্বাচকরা, খালেদ মাহমুদ সুজন তারপরে সিইও থাকতে পারে। আমি যেহেতু থাকছি না, ওরা কথা বলে দেখবে কি করা যায়।'
'আমাদের ভালো করতে হলে নতুনভাবে চিন্তা করতেই হবে। এটা নিয়ে কোন সংশয় নাই। তবে যেহেতু বিশ্বকাপ ও এশিয়া কাপ সামনা সামনি। এই সময় এটা নিয়ে বেশি কাটাছেঁড়া করা ঠিক হবে কিনা এই চিন্তাটাও আছে মাথায়। তবে আমাদের নতুনভাবে চিন্তা করতে হবে বলে আমার ধারণা।'
একাদশে একাধিক সিনিয়র ক্রিকেটারের ফিল্ডিং নিয়ে আছে প্রশ্ন। এই দিকেও ইঙ্গিত করে বদলের আভাস বিসিবি সভাপতির, 'টি-টোয়েন্টিতে আমাদের পাওয়ার হিটিং লাগবে, খুব ভাল ফিল্ডার হতে হবে। ফিল্ডিং খুব গুরুত্বপূর্ণ। এক ওভারও গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা জিনিস চিন্তা ভাবনা করে করতে হবে। আমরা বদল আনব কিন্তু কোন জায়গায় এটা বলা মুশকিল। আমার সঙ্গে এসেছিল ওরা সবাই। আমি বলেছি খেলোয়াড়দের সঙ্গে কথা বল, অধিনায়কের সঙ্গে কথা বল তারপর সিদ্ধান্ত নাও।'
গত ১৩টি টি-টোয়েন্টিতে মাত্র একটি জয় পেয়েছে বাংলাদেশ। এই ১৩ ম্যাচের মধ্যে মাহমুদউল্লাহ একটি বাদে ৩০ ছাড়ানো আর ইনিংস খেলতে পারেননি। তার স্ট্রাইকরেটও খুবই মন্থর। নাজমুল জানালেন টি-টোয়েন্টির ধরণে ব্যাট করতে পারছেন না মাহমুদউল্লাহ, তার অধিনায়কত্বও দলকে ভুগাচ্ছে, 'ও কিন্তু টি-টোয়েন্টির মতো রান পাচ্ছে না (দ্রুত গতিতে)। একে তো রান পাচ্ছে না, কথা হচ্ছে। আবার অনেকের ধারণা টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব খুব গুরুত্বপূর্ণ।'
তবে কেবল অধিনায়কত্বে বদল আনাই নয়, আরও কয়েকটি জায়গায় বদলের দরকার মনে করছেন তিনি, 'এখন একটা অধিনায়ক বদল করলেই সব ঠিক হয়ে যাবে এমন না, এখানে আমূল বদল আনতে হবে।'
'এমনেও খারাপ করবে, বদল করলেও খারাপ করবে। ভালো করার কারণ দেখি না। বদল করে খারাপ করলে লোকে বলবে বদল করায় খারাপ হয়েছে। এটা নিয়ে একটু বেকায়দায় আছি। আমরা চেষ্টা করেছি সম্ভাব্য সেরা কি করা যায়।'
'অস্ট্রেলিয়ায় মাঠ দেখেছেন কত বড়। আমাদের কয়টা খেলোয়াড় আছে বাউন্ডারি লাইন থেকে থ্রো করে কিপারের কাছে পাঠাবে? কাজেই ফিল্ডিং খুব গুরুত্বপূর্ণ।'
পালাবদলের সময়ে শ্রীলঙ্কা ও পাকিস্তানের অবস্থা খারাপ হলেও পরে নতুন দল নিয়ে তারা ঠিকই ঘুরে দাঁড়িয়েছে। সেই উদাহরণ টেনেও নতুন করে চিন্তার বিকল্প দেখছেন না তিনি, 'জয়াবর্ধনে, সাঙ্গাকারা অবসর নেওয়ার পরে দেখেন শ্রীলঙ্কার কি অবস্থা হয়েছিল। হারতেছে হারতেছে পরে একটা দল বানিয়ে ফেলেছে, এখন দেখেন কি সুপার টিম। আমাদেরও প্রথম এক বছর হারলেও পরে দাঁড়িয়ে যাবে।'
'পাকিস্তান দেখেন না, একটা সময় মনে হয়েছিল আমরা ওদের সঙ্গে খেলা হলেই হারাব। এখন তারা কত ভাল একটা দল হয়ে গেছে।'
'কাজেই আমাদেরও নতুনভাবে চিন্তা না করে, সবাইকে নিয়ে কিছু করা যাবে না। আমরাও নতুনভাবে এগুবো, বদল আনব, কখন আনব এটা হলো বড় কথা।'
Comments