বিদায় বলে দিলেন টেইলর, বাংলাদেশের বিপক্ষেই খেলবেন শেষ টেস্ট

ross taylor
ছবি: এএফপি

আন্তর্জাতিক ক্রিকেটে রস টেইলরের যাত্রা শুরু হয়েছিল সেই ২০০৬ সালে, টেস্টে নামেন পরের বছর। এরপর মাত্র দ্বিতীয় কিউই ক্রিকেটার হিসেবে খেলেন একশোর বেশি টেস্ট। নিউজিল্যান্ডের অনেক সাফল্যের এই নায়ক ঘোষণা দিয়েছেন ইতি টানার। বাংলাদেশের বিপক্ষেই শেষবার টেস্টে দেখা যাবে তাকে।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিজের অবসর ঘোষণা দিয়ে ৩৭ পেরুনো টেইলর জানান, চলতি মৌসুমই হতে যাচ্ছে তার আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তি। বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের পর ঘরের মাঠে ছয়টি ওয়ানডে দিয়ে ব্যাট-প্যাড তুলে রাখবেন তিনি, 'আজ আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিচ্ছি। ঘরের মাঠে এই গ্রীষ্ম মৌসুমেই সমাপ্তি টানব। বাংলাদেশের বিপক্ষে আর দুইটা টেস্ট, অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডের বিপক্ষে ছয়টা ওয়ানডে বাকি আছে। ১৭ বছর ধরে আমাকে সমর্থন দেওয়ার জন্য ধন্যবাদ। দেশকে প্রতিনিধিত্ব করা আমার জন্য ছিল বিরাট সম্মানের।'

১ জানুয়ারি মাউন্ট মাঙ্গানুইতে শুরু হবে বাংলাদেশ-নিউজিল্যান্ডের দুই টেস্টের সিরিজ। ৯ জানুয়ারিতে সিরিজের পরের টেস্ট ক্রাইস্টচার্চে। ক্রাইস্টচার্চেই হতে যাচ্ছে তার শেষ টেস্ট। ২০০৭ সালে জোয়ান্সবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অভিষেকের পর এই ডানহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান খেলেছেন ১১০ টেস্ট। তার আগে নিউজিল্যান্ডের হয়ে একশোর বেশি টেস্ট খেলেছেন কেবল ড্যানিয়েল ভেট্টোরি।

১১০ টেস্টে ৪৪.৮৭ গড়ে ৭ হাজার ৫৮৪ রান করেছেন টেইলর। আছেন ১৯ সেঞ্চুরি আর ৩৫ ফিফটি। টেইলরের ওয়ানডে ক্যারিয়ারও বর্ণিল। ২৩৩ ম্যাচ খেলে ৪৮.২০ গড় আর ৮৩.৪১ স্টাইকরেটে ৮ হাজার ৫৮১ রান আছে আগ্রাসী এই ব্যাটসম্যানের। ২১ সেঞ্চুরির পাশাপাশি করেছেন ৫১ ফিফটি।

টি-টোয়েন্টি ক্যারিয়ার অবশ্য আগেই থেমেছে। সেখানেও খেলেছেন একশোর বেশি ম্যাচ। নিউজিল্যান্ডের অন্যতম সেরা ম্যাচ উইনার টেইলর ১০২টি টি-টোয়েন্টি খেলে ২৬.১৫ গড় আর ১২২.৩৭ স্ট্রাইকরেটে করেছেন ১ হাজার ৯০৯ রান।

Comments

The Daily Star  | English

Dhaka condemns desecration of national flag in Kolkata

Condemns violent protests outside its Deputy High Commission in Kolkata

1h ago