দিনশেষে বাংলাদেশকে পিছিয়ে রাখছেন না পেস বোলিং কোচ

Ottis Gibson
ছবি: ফিরোজ আহমেদ

তিনে নেমে ডেভন কনওয়ে করলেন সেঞ্চুরি। ওপেনার উইল ইয়াং পেলেন ফিফটি। তাদের ব্যাটে চড়ে লম্বা সময় বাংলাদেশকে হতাশায় বন্দি রেখেছিল নিউজিল্যান্ড। তবে বোলিংয়ে দুর্দান্ত শুরুর পর শেষটাও ভালো করে লড়াইয়ে ফিরলেন মুমিনুল হকরা। শেষ সেশনে পাওয়া ২ উইকেটের একটি আবার কনওয়ের। তাই সামগ্রিক বিবেচনায় দিন শেষে খেলা সাম্যাবস্থায় রয়েছে বল মনে করছেন টাইগারদের পেস বোলিং কোচ ওটিস গিবসন।

শনিবার মাউন্ট মঙ্গানুই টেস্টে প্রথম দিনে ৮৭.৩ ওভার খেলে ৫ উইকেটে ২৫৮ রান করেছে স্বাগতিক কিউইরা। তাদের হয়ে সর্বোচ্চ ১২২ রান করেন কনওয়ে। দেশের মাটিতে প্রথমবার টেস্ট খেলতে নেমেই তিনি পান সেঞ্চুরি। সবমিলিয়ে চতুর্থ টেস্টে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি। ইয়াংয়ের ব্যাট থেকে আসে ৫২ রান। হেনরি নিকোলস অপরাজিত আছেন ৩২ রানে। টেস্টে বিদায়ী সিরিজ খেলতে নামা অভিজ্ঞ রস টেইলর ফেরেন ৩১ করে।

সবুজের ছোঁয়া থাকা উইকেটে পেসারদের জন্য আদর্শ কন্ডিশনে টস জিতে ফিল্ডিং বেছে নেয় বাংলাদেশ। সুবিধা কাজে লাগিয়ে সকালে জ্বলে ওঠেন তাসকিন ও শরিফুল। সুইং ও মুভমেন্ট আদায় করে নেন তারা। পরে উইকেট সহজ হয়ে যায় ব্যাটিংয়ের জন্য। তৃতীয় পেসার ইবাদত দিনের শেষ বলে উইকেট পেলেও চাপ সৃষ্টি করতে পারেননি। প্রথম দিনে বাংলাদেশের সেরা পারফর্মার বাঁহাতি পেসার শরিফুল। তিনি ২ উইকেট পান ৫৩ রানে। তাসকিন ভালো বল করলেও উইকেট পাননি। অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ ২৭ ওভার করেও আছেন উইকেটশূন্য।

দিনের খেলা শেষ ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বাংলাদেশের পেসারদের প্রশংসার পাশাপাশি কনওয়েকে কৃতিত্ব দেন গিবসন। তার দৃষ্টিতে, এখনই এগিয়ে নেই কোনো দল, 'আমি মনে করি, প্রথম ঘণ্টায় আমরা দুর্দান্ত করেছি। বেশ কয়েকবার ব্যাটের পাশ দিয়ে গেছে বল এবং একটি উইকেট পেয়েছি। অন্য কোনো দিনে হয়তো আমরা আরও (উইকেট) পাব। কনওয়ে খুব ভালো খেলেছে। আমার মতে, ৫ উইকেটে ২৫০ রান (মূলত ২৫৮) মানে খেলাটা ভারসাম্যে রয়েছে।'

শুরুতে কন্ডিশন ও উইকেট পেসারদের জন্য সহায়ক থাকলেও দিন গড়ানোর সঙ্গে সঙ্গে সেটা উবে যায়। গিবসনের মতে, উইকেট পরবর্তীতে ফ্ল্যাট হয়ে ব্যাটিং উপযোগী হয়ে পড়ে, 'বাংলাদেশে আমরা (উইকেটে) এমন ঘাস দেখতে পাই না। তাই ঘাস একটা ফ্যাক্টর। টসের সময় আমাদের মনে হয়েছে, আমরা শুরুতে নতুন বলে কিছুটা মুভমেন্ট পাব। আর আমরা সেটা পেয়েছি। আজকের দিনটা ছিল খুব গরম। তাই উইকেট থেকে আর্দ্রতা দ্রুত চলে গেছে এবং (পরবর্তীতে) অনেক ফ্ল্যাট হয়ে গেছে।'

Comments

The Daily Star  | English

Dhaka condemns desecration of national flag in Kolkata

Condemns violent protests outside its Deputy High Commission in Kolkata

59m ago