অভিজ্ঞদের নিয়েই জিম্বাবুয়েতে ওয়ানডে খেলবে বাংলাদেশ
টি-টোয়েন্টিতে নতুন আদলের এক দল পাঠালেও জিম্বাবুয়ে সফরে ওয়ানডেতে অভিজ্ঞদের নিয়েই যাবে বাংলাদেশ। সাকিব আল হাসান না থাকলেও ছুটি কাটিয়ে এক সিরিজ পরই ফিরেছেন মুশফিকুর রহিম। দলে ফিরেছেন তরুণ পেসার হাসান মাহমুদ।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ খেলা ওয়ানডে স্কোয়াড থেকে এবার বদল এসেছে অল্প। মূলত মুশফিক ফেরায় মিডল অর্ডারে ব্যাটিং শক্তি বেড়েছে বাংলাদেশের।
ওয়েস্ট ইন্ডিজ সফরে স্কোয়াডে থাকলেও পরে চোটের কারণে খেলতে না পারা ইয়াসির আলি চৌধুরী ও মোহাম্মদ সাইফুদ্দিন ফিরতে পারেননি এই সিরিজেও।
ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে স্কোয়াডে ছিলেন পেসার ইবাদত হোসেন। তিনি না খেলেই বাদ পড়েছেন। তার জায়গায় চোট কাটিয়ে ফিরেছেন হাসান। ২২ পেরুনো এই ডানহাতি পেসার খেলেছেন ৩ ওয়ানডে। যার সর্বশেষটি ২০২১ সালে নিউজিল্যান্ড সফরে।
টি-টোয়েন্টি জায়গা হারালেও ওয়ানডেতে টিকে গেছেন বাজে ফর্মে থাকা ৩৮ পেরুনো মাহমুদউল্লাহ রিয়াদ।
৫ আগস্ট প্রথম ওয়ানডে ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। একদিন বিরতি শেষে ৭ আগস্ট দ্বিতীয় ওয়ানডে। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে ১০ আগস্ট। সফরের সবগুলো ম্যাচই হবে হারারেতে।
জিম্বাবুয়ে সফরের ওয়ানডে স্কোয়াড : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত, তাইজুল ইসলাম।
Comments