ছড়াটুন
নায়ক- নায়ক একটাই;চলা বলা পোশাকে।অভিনয়ে ঝানু বড়;চেনে সবে উহাকে।
লেখায় আঁকায় বলায়;ছড়িয়েছে রোশনাই। গুণিজনে কহেন; আফজাল হোসেন।
লেখা রবে ঢের আলী যাকের- যতটুকু পথ যান; আলো থাকে ছড়িয়ে।
অভিনয়ের সুধাতে;
মোহে রাখে ভরিয়ে।
মঞ্চের আলো ছায়া;
বড় বেশি প্রিয় তার।
কখনো সে ম্যাকবেথ;
কখনো কিং লিয়ার।
গলা ছেড়ে চিৎকারে;
জোরে ডাকে নুরলদীন।
ফিরে পাবে আর কি;
মায়ামাখা সেই দিন?
মঞ্চের ইতিহাসে;
লেখা রবে ঢের।
সবার প্রিয় মানুষ;
আলী যাকের।
কাকে আঁকে অর্ণব?-
বসে থেকে অর্ণব;
কাকে জানি ভাবছে।
নীলচে তারা দিয়ে;
কাকে জানি আঁকছে।
মনে মনে সুরে সুরে;
মায়া জাল বুনছে।
নয়া গানে গিটারে সে;
কার ধুন তুলছে?
ধন্যা বন্যা -
রবি বাবুর গান;
তার কণ্ঠে পায় প্রাণ।
সুরে আঁকেন ছবি;
মস্ত গানের কবি।
বঙ্গভূষণ জয়ী;
খুব মমতাময়ী।
সুরে গানে ধন্যা;
প্রিয় দিদি বন্যা।
আয়নাবাজ-
কত রূপে কত ঢঙে;
আসে মিঞা পর্দায়।
তারে দেখে মানুষেরা;
বারেবারে চমকায়।
অভিনয়ে পাকা তিনি;
চোখে আনে জল।
ঢুকে গিয়ে অভিনয়ে;
ভুলিয়ে দেন সকল।
বড় বেশি আয়নাবাজি;
হয়ে গেছে স্যার।
কারো চোখে আলাভোলা;
চঞ্চল নাম তার।
মোগল বস-
দুটি হাতে কত কিছু;
ভালোভাবে করা যে যায়।
তাকে দেখে নবীনেরা;
নিতে পারে ভালো শিক্ষায়।
বিন্দু থেকে সিন্ধু;
বাড়িয়েছেন বহর।
নামে তাকে চেনে সবে;
গলি থেকে নগর।
টিভির মোগল বস;
কাজেই দিনভর।
সবার প্রিয় তিনি;
নাম যে সাগর।
মন্দরাজা -
কত ঘুষি খেয়েছেন;
শয়ে শয়ে থাপ্পড়।
নায়িকারা বলেছে;
তুমি ব্যাটা খচ্চর।
মন্দের গুরু মিশা;
সেটা শুধু সিনেমায়।
কতখানি হারামি সে;
বলো সেটা ভাবা যায়?
পর্দার বাইরে মন্দ সে নয়;
ওটা শুধুই অভিনয়।
প্রিয় তুমি প্রিয়-
চোখে রেখে চোখ;
কিছু কথা হোক।
দূরে কেন তুমি;
ও মৌসুমী।
মায়াবতী রূপবতী;
প্রিয় তুমি প্রিয়।
কতভাবে ডাকি সখী;
দিও, সাড়া দিও।
প্রিয়তমা
প্রাণের চেয়ে প্রিয়;
রূপের নাইকো সীমা
হৃদয়ের সব কথা;
চাঁদের মতো পূর্ণিমা।
গানে গানে বলি শোন;
তুমি প্রিয়তমা।
বুকের মাঝে তোমার জন্য;
অনেক কথা জমা।
একজনই
গানে গানে সুরে সুরে;
মুছে গেল সীমানা।
দমা দম মাস কালেন্দারে;
ছেলে বুড়ো দিওয়ানা।
শিল্পী হয়ে সব হৃদয়ে;
রয়ে যাবেন চিরদিন।
রুনা লায়লা একজনই;
থাকবেন অমলিন।
কোকিল কণ্ঠী
কোকিল ভোলে গান;
উঠলে গেয়ে সাবিনা।
বাঙালিরা সে কথাটা;
কে বলো জানি না।
গানের সুরে অনেক দূরে;
হারিয়ে যায় মন।
বাংলার কোকিল;
শুধুই একজন।
নবাব বেগম কেচ্ছা
অপু এসে লাইভে;
দিলো যে সব ফাঁস করে।
ছিল যে সব আড়ালে;
আটটা বছর ধরে।
মেনে নিলো খান যে;
অপুকে তাই শেষে।
সঙ্গে এলো জয়;
রাজার ছেলের বেশে।
ঈদে তারা আসছেন;
নিয়ে ছবি রাজনীতি।
নবাব রংবাজসহ;
আরো কত প্রীতি।











